Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড
  • সাম্প্রতিক বছর সমূহের (৩বছর ) প্রধান অর্জনসমূহ

(২০১৯-২০, ২০২০-২১ও২০২১ -২২ অর্থবছর)

 

বাংলাদেশ এলডিসি পর্যায়ে উত্তরনের প্রেক্ষাপটে এবং ক্রমবর্ধিষ্ণু জন সংখ্যার প্রাণীজ আমিষের (দুধ, ডিম ও মাংস) চাহিদা মেটাতে উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে বিদ্যমান প্রাণিসম্পদের সংরক্ষণ, সম্প্রসারণ ও জাতউন্নয়ন ক্ষেত্রে গাইবান্ধা জেলায় সাঘাটা উপজেলার অগ্রগতি সাধিত হয়েছে।

  • সাম্প্রতিক অর্থ বছর সমূহে গবাদিপশুর জাত উন্নয়নে যথাক্রমে ০.১৬, ০.১৩ ও ০.১৪ লক্ষ প্রজননক্ষম গাভী /বকনাকে কৃত্রিম প্রজননের আওতায় আনা হয়েছে। উৎপাদিত সংকরজাতের বাছুরের সংখ্যা যথাক্রমে ০.০৪৬, ০.০৫৫ ও ০.০৫৬ লক্ষ।
  • বিদ্যমান প্রাণিসম্পদের সংরক্ষণ ও সম্প্রসারণে যথাক্রমে ০.০৫২৫, ০.০৫০৯ ও ০.০৪৮০ কোটি গবাদিপশু-পাখিকে টিকা প্রদান করা হয়েছে এবং যথাক্রমে ০.০১৩, ০.০১১ ও ০.০১৪ কোটি গবাদিপশু-পাখিকে চিকিৎসা প্রদান করা হয়েছে।
  • খামারির সক্ষমতা বৃদ্ধি, খামার ব্যবস্থাপনার উন্নয়ন ও খামার সম্প্রসারণে যথাক্রমে ০.০০৬৮৫, ০.০০৮০ ও ০.০১৬৯ লক্ষ খামারিকে প্রশিক্ষণ প্রদানসহ যথাক্রমে ৫২, ৪৮ ও ৫০ টি উঠান বৈঠক পরিচালনা করা হয়েছে।
  • নিরাপদ ও মানসম্মত প্রাণীজ আমিষ উৎপাদনে যথাক্রমে ৯২, ১১৬ ও ৯৩ টিখামার/ ফিডমিল/ হ্যাচারি পরিদর্শন, ১৪, ২৫ ও ৩০ জন মাংস প্রক্রিয়াজাতকারী (কসাই) প্রশিক্ষণ এবং ১, ১ ও ১ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।